মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬

কুইকবুক হোক আউটসোর্সিং এর হাতিয়ার

কুইকবুক বাংলাদেশ। নামটা ইনটুইট কুইক বুকের অন্য দেশের সাইট গুলোর সাথে মিলিয়ে রাখলেও এখন পর্যন্ত ব্যাক্তিগত উদ্দ্যোগে যারাই কুইকবুক নিয়ে আগ্রহ দেখিয়েছে আমি শত ব্যাস্ততার মাঝেও চেষ্ঠা করি একটু সময় দেয়ার জন্য, যারাই শিখতে চেয়েছে আমি কাউকে হতাশ করতে ইচ্ছুক নই, তাই নিজে বিভিন্ন আপডেট গুলি বিভিন্ন টিপস এন্ড ট্রিকস গুলি আমি নিজে যে টুকু জানি সে টুকু শেয়ার করার চেষ্ঠা করেছি বা করে যাচ্ছি, আমার এ উদ্দ্যেশ্য কতটা বানিজ্যিক আমি জানি না তবে আমি চাই লোকজন আগ্রহী হউক, যারা আপ ওয়ার্ক, ফ্রি ল্যান্সার সাইট গুলোতে  কাজ করছেন তারা জানেন কুইকবুক জানা থাকলে কত সুবিধা, আর আমার উদ্দেশ্য বানিজ্যিক হলে আমি এর মধ্যে কুইক বুক শিখিয়ে পডিয়ে বিক্রি করে ভালো টাকা আয় করতে পারতাম।
করার সুযোগ ছিলো এবং আছে,দিন দিন সেটার কলেবর বাড়ছে।
কিন্ত আমি সে পথ মাডাই নি, কারন আমি নিজে একটা জব করছি, যেখানে নিজের প্রয়োজনেই কুইকবুক নিয়ে ঘাটাঘাটি করতে হয়, কাজ করতে হয়,তাই কেবল মাত্র ভালোবাসা থেকে আমার এ উদ্দ্যোগ,আগ্রহী লোকজনকে সহযোগিতার মাধ্যমে একটা কমিউনিটি গডে তোলা যেখানে এক সাথে অনেক প্রো এডভাইজার কাজ করবে।নিজেরাই নিজেদের বস।
আর আমি তাদের ই কুইকবুক নিয়ে যে কোন সহযোগিতা করতে পছন্দ করি যারা সত্যিকার অর্থে মনের টানে কুইক বুক শিখতে চান।
তবে কিছু কিছু ঘটনায় মাঝে মধ্যে হাতাশ হই আবার কিছু ঘটনা অনুপ্রানিত করে, কেউ যখন কেবল মাত্র এই কুইকবুক প্লাটফরম এর সুত্র  ধরে আমার সাথে দেখা করতে সিলেট কিংবা রংপুর ঢাকায় আসেন, কিংবা যখন হেক্টর গ্রেসিয়া কিংবা কুইকবুকের এডভান্স প্রোগ্রাম এডভাইজারদের কেউ মেইল দিয়ে কিংবা ফোন করে জানতে চান  কুইকবুক নিয়ে পরিকল্পনার কথা।
তখন আশাবাদী হই, না একদম ব্যার্থ হয়নি আমার এ সব কাজ।
কতিপয় লোকজন হলেও উপকৃত হয়েছে,হচ্ছে যারা  সত্যিকার অর্থে কুইকবুক সম্পর্কে আগ্রহী।
আর হতাশ হই তখন যখন আসলে কেউ কুইকবুক শেখার আগেই ফ্রি ল্যান্সিং এর দোকান খুলতে বেশী অাগ্রহী হয়ে উঠে, আরে ভাই দোকান খোলার জন্য তো আগে দোকানের বিক্রয় যোগ্য পন্য লাগবে নাকি?  আর সেটা হলো কেবল নিজের মাথাটা অন্য কোন পুজি এতে লাগবেনা।
দেখা যাচ্ছে কুইকবুক  অন লাইন শিখলাম পরিচিত কারো মাধ্যেমে আউট সোর্সিং কাজ শুরু করলাম, এটা তো করছেই অনেকেই, মধ্য খানে আপনি পেমেন্ট পাবেন বাংলা টাকায় আর যিনি আপনাকে মধ্যস্থতাকারী হিসাবে কাজ দিচ্ছেন তিনি পাবেন ডলারে।
আমি চাই আপনি নিজেই নিজের বস নিজেই নিজের ওয়ার্কার, আর সে জন্য সময় দিতে হবে নিজেকে গড়ে তুলতে হবে, আর সেটি করতে হলে প্রথম ডেক্সটপ ভার্সন এর উপর দক্ষতা অর্জনের বিকল্প নেই, হোক সেটা প্রিমিয়ার, প্রো কিংবা এন্টার প্রাইজ, আর আমি সব সময় এন্টার প্রাইজ ভার্ষনটা শেখার জন্য বলি, কারন এডভান্স ইনৃভেন্টরী সহ বেশ কিছু গুরুত্বপুর্ন দক্ষতা অর্জন এবং জানার জন্য এর বিকল্প  নেই,।
এই লেখা টুকু যাদের নজরে পড়বে তাদের উদ্দ্যেশে বলছি আপনার চেনা জানা কারা কুইকবুক নিয়ে কাজ করছে, করতে চাচ্ছে, আমাকে জানান প্লিজ আমি নিঃস্বার্থ ভাবে নিজের পরিশ্রমে কিছু লোককে একসাথে করতে চাই।
যাদের নিয়ে আমরা একটা কমিউনিটি গড়ে তুলতে পারবো হোক ব্যাবহার কারী কোম্পানী কেউ যদি নিজের প্রতিষ্ঠানে কুইকবুক ব্যাবহার করতে আগ্রহী হন, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনার দরকার কেবল সম্মতি প্রদান, আমরা আপনার প্রতিষ্ঠানের উপযো  কিংবা কোন অফিসে কুইক বুক নিয়ে কাজ করছেন এ রকম যে কেউ সবাই এক সাথে মিলে একটা ছাতার নিছে যদি দাড়াতে পারি, সেটা সবার জন্য হিতকর তো বটেই জাতির জন্য ও মঙ্গল বয়ে আনবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন