মনের মধ্যে হঠাৎ হঠাৎ
উকি ঝুকি দেয়
কবিতা গুলো ,ইচ্ছে গুলো ডালপালা মেলে মনের মধ্যে দেবদারু কিংবা অশ্লথ
এর মতো গড়ে তোলে অচলায়তন ,বুকের ভেতর হাতুড়ি পেড়ায় শব্দগুলো
নাতি দীর্ঘ ,অতিদীর্ঘ
কথনোবা বা এক লাইনের
একটা কবিতা,এক লাইনের আবার কবিতা হয় নাকি ?
হয় হয় ভেতর থেকে জবাব আসে ,হবে না কেন
পৃথিবীর সবচেয়ে
সরল কবিতা ,সবচেয়ে জটিলতম যে কবিতা ,
আর সবচেয়ে শুদ্ধতম
যে কবিতা সবই তো
একটা মাত্র লাইন ।
একটা মাত্র শব্দ
ভালবাসা তার নাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন