ইচ্ছে করে,গল্পগুলোর
প্লটের ভাজে,গানের যতো অন্তরা আর,সুরের যতো রাগীনিতে কবিতার সব অন্তমিলের
পংক্তি মালায়
চিত্রকলার বিমুর্ত
সব শিল্পকলায়
তোমায় আকি,
তোমায় লিখি
তোমায় ডাকি,
গল্প গুলোর কল্পলোকে।।
মর্ত্যলোকের অচিনপুরে,
দুর গগনের অস্তাচলে,
দৃশ্যলোকের আলোকমালায়
পথের শেষে ক্লান্ত ধুলায়
তোমায় ডাকি, তোমায় আকি
তোমায় রাখি, অচিন পুরের গল্পলোকে!!
কিন্তু, তুমি অধরালোকের আলোকছায়ায়
দুর ভুবনের কোন সুদুরে
পালিয়ে বেডাও
তুমি জানো, তুমিই জানো
কোন সুদুরের বর্মডালে সংগোপনে আডাল তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন