বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

ইচ্ছে: পুরান

ইচ্ছে হলো মেঘমালা দল
দুর গগনে  তারার মতো শুন্য।
ইচ্চে যেনো  মনের দীঘি
জলের  কানায় কানায়  পুর্ন।

ইচ্ছে হলো
আলোকমালার নয়নাভিরাম
অপার্থিব এক  আলো।
ইচ্ছেযেনো শব্দমালা,
কাল পুরান আর প্রাচীনতম শব্দমালা তোমায় বাসি ভালো।

ইচ্ছে হলো পুরনো দিন
শব্দ জলের ছবি
ইচ্ছে যেনো মনগহীনে
বেচে থাকা  কবি।

ইচ্ছে হলো সময় যতো
চলছে অবিরল
ইচ্ছে যেনো খেয়া তরী
বইচে ছলাত ছল

ইচ্ছে হলো শেষ বিকেলে
গোধুলী আলোয় এক পলকে এক পশলা বৃষ্টি
ইচ্ছে যেনো রাঙ্গা প্রভাত
নরোম রোদের
প্রভাত  আলো নতুন শিল্প সৃষ্টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন