কাগজের সাথে
কলমের যে সখ্যতা
অবিরল জলের ধারায়
ফোটা ফোটা জলের মতো
শব্দতরঙ্গ ভাসিয়ে দেয়
কবিতার পঙতিমালা
কিপ্যাডের টুকটাক
শব্দতরঙগ সে বিচারে
বড় বেশী যান্ত্রিক ,ভুল বানান এড়িয়ে যাবার যন্ত্রনা
মুল ভাবনা বারবার
ঠেলে দেয় যান্ত্রিকতায়
বদলে যায় শব্দমালা
বদলে যায় ভাবনার অলগলি
নাগরিক যন্ত্রনা এড়িয়ে শেষমেষ যেটি শব্দের মুক্তোদানা হয়ে নিজের ওয়ালে ঠাই পায় সেটি অাসলে নাগরিক দিনযাপনের প্রত্তিছবি তুমি সংকান্ত শিল্পগুলি শিকার হয় জটিল কুটিল শব্দমালার এক প্রস্থ অাবোল তাবোল বর্নমালায় মোড়ানো কোন অচেনা পঙক্তিমালার জটিল সমীকরনে।
অনুপ্রাস অন্তমিলের খেলা
মিলে যায় মধ্য অন্তমিলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন