বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

কবিতা মানে

কবিতা মানে বিকের গভীরে
সযতনে বোনা স্বপ্ন মায়ার জাল
কবিতা মানে ছোট্ট নদী
এই টুকু তরী অনেক দীর্গ পাল।
কবিতা মানে তুমি আমি আর,
আমিতুমি মিলে সরল অন্তমিল।
কবিতা মানে শাপলা শালুক,
কবিতা মানে পদ্ম পাতার ঝিল।
কবিতা মানে সকালের রোদ,
দুপুরের ছায়া বিকালের মেঘ ছায়া
কবিতা মানে বুকের গভীরে,
দীর্ঘ নিশীথে জেগে খাকা কারো ছায়া।
কবিতা মানে হঠাত প্লাবনে বুকের গহীনে
ভরে উট্ঠা নদী নালা
কবিতা  মানে মরুদ্যানে ক্যাকটাস বনে,
সযতনে বাডা গোলাপের ডালপালা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন