কবিতা মানে বিকের গভীরে
সযতনে বোনা স্বপ্ন মায়ার জাল
কবিতা মানে ছোট্ট নদী
এই টুকু তরী অনেক দীর্গ পাল।
কবিতা মানে তুমি আমি আর,
আমিতুমি মিলে সরল অন্তমিল।
কবিতা মানে শাপলা শালুক,
কবিতা মানে পদ্ম পাতার ঝিল।
কবিতা মানে সকালের রোদ,
দুপুরের ছায়া বিকালের মেঘ ছায়া
কবিতা মানে বুকের গভীরে,
দীর্ঘ নিশীথে জেগে খাকা কারো ছায়া।
কবিতা মানে হঠাত প্লাবনে বুকের গহীনে
ভরে উট্ঠা নদী নালা
কবিতা মানে মরুদ্যানে ক্যাকটাস বনে,
সযতনে বাডা গোলাপের ডালপালা।
বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
কবিতা মানে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
। কোথাও না কোথাও, কেউ না কেউ, কখনো কখনো কারো না কারো অপেক্ষা থাকে কিংবা প্রতীক্ষায় রাতের আকাশ যেমন অপেক্ষায় থাকে, সুর্য্য ডোবার আর চা...
-
কুয়াশামাখা ভোরের সজীবতা, নতুন ভোরের মুগ্ধ ব্যাকুলতা। তোমার লেখা চিঠির মমতো চিরকুটের ওই কবিতাখানি হয়না পড়া শেষ,বারে বারে তবু লাগে ব...
-
ইচ্ছে করে,গল্পগুলোর প্লটের ভাজে, গানের যতো অন্তরা আর, সুরের যতো রাগীনিতে কবিতার সব অন্তমিলের পংক্তি মালায় চিত্রকলার বিমুর্ত সব শিল্পক...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন