বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

অকবিতা

উপমাগুলো অন্তমিলের
কলধধনিতে মুখরিত
করে হঠাৎ হঠাৎ
মাঝ রাতে ঘুম ভাঙ্গলো
তো গুটিশটি মেরে আমার বিছানায় অবিবকল
আমার ই মতো শুয়ে থাকা
কোল বালিশটা শুধু
তখন মর্ধ্য অন্তমিল ।
পোড়া জমির মতো শুন্য বুকে
পন্চ কবিদের কোন একজন
আমার দুচোখ  জুড়ে আকাশনীলা
কখনো বা বনলতা

আমি অবাক বিশ্বয়ে
কবিতার খাতাটা খুলে
মনে মনে শিরোনাম বাচাই করি
আমার সযতনে
আড়াল করা  ড়ায়েরীটা
ভরে থাকে বাচচার স্কুলের যাবতীয় খরচের তালিকা ,
কিংবা কাজের বুয়ার বেতন কখনোবা ছেডা পাতার
মতো অর্ধেক ।

ধর্ষিতার মতো
আমার কবিতার ক্যানভাস অবিরত জন্ম দিয়ে যায় অকবিতা

দিন মাস আর টাকার অংক মেলানো কতগুলো সংখ্যায়,ছবিতে কি কাটাকুটি
আমার অন্তলোকে যে সুরের ধারা দপ করে নিভে যায় সলতেহীন প্রদীপের মতো ।

বিকেলের বারান্দায় ঝিকিমিকি রৌদের খেলায়
আলোকচছটা  দেখে
শিহরনে কেপে উঠে
গহীনের পংক্তিমালা

বাইরে আসার প্রানান্তকর
চেষ্ঠায় যখন মগ্ন
চোখ বুঝে আমি যখন
মনে মনে বলি
শুদ্ধ হও,নত হও
হয়ে উঠো সাদার উপমা ।
বল পয়েন্টের ফানুস
কালির মতো
কবিতার পংক্তি গুলো
হাওয়া হয়ে নিমিষে
যোগ দেয় গুমের মিছিলে 
যখন গৃহিনী তার গলাটাকে
মিহি সুতোর মতো করে বলে
যেভাবে দিন পড়ছে
এই টাকায় কিন্তু,
সামনের মাস থেকে
চালালো যাবেনা,বলে দিলাম।

এভাবে যে কত কবিতা
পথে নামার আগেই পথ হারালো
তুমি সংক্রান্ত শিল্প,
যে কখন বৃহৎ ক্ষুদ্র কিংবা এস,এম,ই নামে
অভিহিত হয়ে গেলো
তার তালিকা খুজঁতে গেলে
কবিদের একেক জন হয়ে উঠবে দক্ষ হিসাব রক্ষক,
কিংবা মাছি মারা কেরানী

আর কবিতারা জ্বলে পুড়ে মরবে বাস্তবতার লৌকিক অনলে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন